ই-পেপার/প্রিন্ট ভিউ
ভোলা প্রতিনিধি।।
ভোলা-২ ( দৌলতখান- বোরহানউদ্দিন) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহিবুল্যাহ খোকনকে প্রাণনাশের হুমকি ও প্রচার- প্রচারণায় বাধাঁ দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনী কার্যক্রম ও আইনসেবা কার্যক্রম পরিচালনার জন্য দৌলতখান বাজারের গার্লস রোডে একটি অফিস ঘর ভাড়া নেওয়ার পরপরই এই হুমকির ঘটনা ঘটে বলে জানান তিনি।
রবিবার (২০ শে জুলাই) দুপুর আড়াইটার দিকে ভোলা বার লাইব্রেরিতে এক সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১০ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সফিউর রহমানের কাছ থেকে দৌলতখান বাজারে একটি ঘর ভাড়া নেন। সেখানে একটি আইন সহায়তা চেম্বার ও লাইব্রেরি চালুর প্রস্তুতি চলছিল। কিন্তু গত মাসের ২৮ জুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী চর খলিফা ৯ নাম্বার ওয়ার্ডের আলম শিকদারের ছেলে মোঃ হারুন ঘর মালিকের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করে তাকে ভয়ভীতি দেখায়। ঘর মালিকের ফোনে হুমকি দিয়ে চেম্বার ভাড়া না দিতে চাপ সৃষ্টি করায় আতঙ্কিত হয়ে ভাড়াটে অ্যাডভোকেট খোকনকে চেম্বার চালু না করার অনুরোধ জানান।
পরবর্তীতে অ্যাডভোকেট খোকনের একজন শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ সোহান হোসেন শুভ অভিযুক্ত হারুনকে ফোন করে তার পরিচয় জানতে চাইলে হারুন নিজেই তার পরিচয় নিশ্চিত করে।
এই ঘটনায় অ্যাডভোকেট খোকন দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরো বলেন, "জনসেবা ও নির্বাচনী কর্মকাণ্ড চালাতে গিয়ে যদি একজন আইনজীবী হুমকির মুখে পড়েন, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?
এসময় অ্যাডভোকেট মহিবুল্যাহ খোকন আরো বলেন,হারুন আমাকে হুমকী দিয়ে বলে টমেট সস বানাবে। এখন তারা ক্ষমতায় না আসার আগেই ফ্যাসিস্টদের মতো আচরন করা শুরু করে। আমি এই সন্ত্রাস।এর শাস্তি কামনা করি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে।
এবিষয়ে অভিযুক্ত হারুনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান,আইনজীবী অ্যাডভোকেট মহিবুল্যাহ খোকনকে এর আনা সকল অভিযোগ ভিত্তিহীন বলেন।উনি যে চেম্বার টা ভাড়া নিয়েছেন তার মালিক কে বলা হয়েছে যাকে ভাড়া দিবেন তার সম্পর্কে যেনে শুনে ভাড়া দিবেন। আমি কাউকে হুমকি দেইনি। উনি নানা অভিযোগ এনে সস্থায় জনপ্রিয়তা অর্জনের জন্য এই কর্মকান্ড করছেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন, অ্যাডভোকেট মহিবুল্যাহ খোকনক অন লাইনে থানায় একটি অভিযোগ করেছে। এই বিষয়ে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।