• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , দুপুর ১২:০৭
  • ২ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

ভোলার ভেদুরিয়ায় ধান কেটে নেয়ার অভিযোগে আনিছ মালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টার : tbnbangla
ভোলার ভেদুরিয়ায় ধান কেটে নেয়ার অভিযোগে আনিছ মালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ই-পেপার/প্রিন্ট ভিউ

ভোলা প্রতিনিধি।

ভোলার ভেদুরিয়ায় অসহায় কৃষকদের ধান কেটে নেয়ার অভিযোগ তুলে বিএনপি থেকে সদ্য বহিস্কৃত আনিছ মালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুদ্ধ কৃষকরা।

শনিবার দুপুরে ভোলার একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী কৃষকরা জানান, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপি থেকে সদ্য বহিস্কৃত মৃত আবদুল ওয়াদুদের ছেলে আলোচিত আনিছ মালের থেমে নেই সন্ত্রাসী কর্যক্রম। এবার আনিছ মাল নজর দিয়েছে অসহায় কৃষকদের অনেক কষ্টে চাষাবাদ করা ফসলের উপর।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে আরো বলেন, ভেদুরিয়া ইউনিয়নের  মোঃ ইদ্রিস, নাজিম উদ্দিন, মনির ও আবদুল হক বিচ্ছিন্ন চর করিমুদ্দিনে রেকর্ড সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলো। গত ৫ আগষ্ট সরকার পতনের পর ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে আনিছ মাল, আবদুস সাত্তার ও আকবর হোসেনের। বিগত দিনে এ চক্রের লোকেরা জমির মালিক ইদ্রিস ও নাজিম উদ্দিনকে তাদের ভোগ দখলীয় জমি হতে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই এ জমির মালিকদের উৎখাত করতে না পেরে।

গত ২৭ ও ২৮ নভেম্বর একটি সন্ত্রাসী বাহিনীকে ভারা করে চর করিমুদ্দিনে উল্লেখিত কৃষকদের জমিতে চাষাবাদ করা প্রায় ৪ একর জমির সকল ধানগুলো কেটে নিয়ে যায়। এ ব্যপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগীরা।


সারাবাংলা

আরও পড়ুন