• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , দুপুর ১২:১২
  • ২ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

দৌলতখানে চাঁদার দাবীতে বসত বাড়িতে তান্ডব চালিয়েছে দূর্বৃত্তরা

রিপোর্টার : tbnbangla
দৌলতখানে চাঁদার দাবীতে বসত বাড়িতে তান্ডব চালিয়েছে দূর্বৃত্তরা ই-পেপার/প্রিন্ট ভিউ

ভোলা প্রতিনিধি।

ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চাঁদা না পেয়ে বসত বাড়িতে তান্ডব চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় তারা ঘরে থাকা দামীয় আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এসময় বাঁধা প্রদান করতে এলে ভূক্তভোগীদের পিটিয়ে আহত ও নারীদের শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভূক্তভোগী মোঃ শামসুদ্দিন বাদী হয়ে দৌলতখান থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। থানার সাধারণ ডায়রী (জিডি) সূত্রে জানাগেছে, ওই এলাকার মৃত মোঃ ইয়াছিন ফরাজীর ছেলে প্রবাসী মোঃ শামসুদ্দিন দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দক্ষিণ জয়নগর মৌজায় পৈত্রিক ও ক্রয় সূত্রে জমির মালিক হয়ে প্রায় ৪৩বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলো। কিছুদিন পূর্বে প্রবাসী শামছু্িদ্দনের ভোগ দখলীয় জমির উপর লোলুপ দৃষ্টি পরে পশ্চিম জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চিহ্নিত ভূমিদস্যু মৃত মোঃ হানিফের ছেলে আমির হোসেন, আমির হোসেনের ছেলে মোহাম্মদ, মৃত তোফায়েল ফরাজীর ছেলে (প্রবাসী) মঞ্জুর, কবির হোসেনের স্ত্রী কুলসুম বেগম ও কুতবা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমানুল্লার স্ত্রী সুলতানা বেগমের। এ চক্রের লোকেরা বিগত দিনে শামছুদ্দিনকে তার ভোগ দখলীয় জমি হতে সমুলে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র ও হুমকী-ধামকী অব্যাহত রাখে। কোন ভাবেই শামছুদ্দিন ও তার পরিবারকে তাদের ভোগ দখলীয় জমি হতে উৎখাত করতে না পেরে, এ চক্রের লোকেরা ২৯/০১/২৫ইং তারিখ বুধবার দুপুর ১২টার দিকে বহিরাগত একদল সন্ত্রাসীদের ভাড়া করে, দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে শামছুদ্দিনের সদ্য তোলা ২টি বসত ঘরে হামলা চালায়।

এসময় সন্ত্রাসীরা ওই ঘরে থাকা দামীয় অসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। অন্যদিকে সন্ত্রাসীরা শামছুদ্দিনের বাড়িতে সদ্য লাগানো বিভিন্ন প্রজাতির গাছ গুলো কেটে ফেলে ও রান্না ঘরসহ বাড়ির বাউন্ডারীর বেড়া ভেঙ্গে তছনছ করে দেয়। যাবার সময় সন্ত্রাসীরা শামছুদ্দিনকে উদ্দেশ্য করে বলে যায়, তোর বাবা মোঃ ইয়াছিন ফরাজীকে আমরা ২০০৪সালে হত্যা করেছি। এখন যদি তুই এ জমি ছেরে না যাস তাহলে আমরা তোকেও তোর বাবার মাতো হত্যা করবো। উল্লেখ্য থানার জিডি সূত্রে আরো জানাগেছে, শামছ্ুিদ্দন তার নিজের জমিতে ঘর উত্তোলনের সময় উল্লেক্ষিত ভূমিদস্যু সন্ত্রাসীরা তার কাছে ৪লাখ টাকা চাঁদা দাবী করে। এর আগে সন্ত্রাসীরা পশ্চিম জয়নগর ৩নং ওয়ার্ডে শামছুদ্দিনের বাগানের সুপারি ও বিভিন্ন প্রজাতীর গাছগুলো জোড় পূর্বক কেটে নিয়ে যায়। এসময় শাছুদ্দিনের মা বিবি খাদিজা বাঁধা দিতে এলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় শামছুদ্দিন সুবিচারের দাবীতে প্রশাসনের বিভিন্ন মহলে দীর্ঘদিন যাবৎ দৌড় ঝাপ করলেও এখন পর্যন্ত কোন প্রকার ন্যয় বিচার পায়নি সে।

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগী প্রবাসী শামছুদ্দিন।


সারাবাংলা

আরও পড়ুন