ই-পেপার/প্রিন্ট ভিউ
ভোলা প্রতিনিধি।।
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তন প্রতিষ্ঠার দাবীতে ভোলার লালমোহনে মার্চ ফর গাজা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে লালমোহন উপজেলার সকল দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে লালমোহন বাজারে "প্যালেস্টইন সলিডারিটি মুভমেন্ট" এর আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওঃ আবদুল হক, ইসলামী আন্দোলন, ভোলা দক্ষিণের সভাপতি মাওঃ মোঃ মোসলেহ উদ্দিন, অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেণ, মাওঃ আবদুল আউয়াল।
এসময় বক্তারা ইসরাইলি পণ্য বর্জন করার জন্য সকলকে অহবান জানান এবং তারা আরো বলেন, ইসরাইল মুসলিম জাতীর চির শত্রু । যে কোন উপায়ে এ শত্রুদের প্রতিহত করতে হবে। এমতাবস্থায় বিশ্বের শক্তিশালি মুসলিম রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহবান জানান। তারা আরো বলেন, আমরা আর না পারি ইহুদীদেরকে মনে প্রাণে ঘৃণা করি এবং নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য নামাজ পরে দোয়া করি।