ই-পেপার/প্রিন্ট ভিউ
লিয়া, বিশেষ প্রতিনিধি।।
ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৭নং ওয়ার্ডের মিরা বাড়ি ও হাজী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ৫ জন মৃত ব্যক্তির লাশ ও কাফনের কাপড় চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ দৃশ্যটি এক নজর দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে লোকজন এসে ওই কবরস্থানে ভির জমাচ্ছে।
শুক্রবার দিবাগত রাতে এ লাশগুলো চুরি হয়।মৃত ব্যক্তিরা হলেন, আবুল খায়ের মীর, হাজু বেগম, কহিনুর বেগম, সায়মনের আম্মা ও আবদুল মালেক।
স্থানীয় মফিজুল ইসলাম জানান, আজ সকালে ফজর নামাজের পর আমি কবর যিয়ারত করার সময় দেখতে পাই আমার ভাতিজির কবরে গর্ত রয়েছে। পরে আমি ভাতিজার কবরে কিছু মাটি দেওয়ার জন্য আমার ছেলেকে বলি। দশটার দিকে আমার ছেলে আমাকে সংবাদ দেয় ওই কবর স্থানের ২টি কবর থেকে লাশ ও ৩টি কবর থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
এ ব্যাপারে লাশের স্বজন ও স্থানীয়দের দাবী, পুলিশ প্রশাসন পারে না এমন কোন কাজ নেই। যারা এ অপকর্ম করেছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত স্বাস্থির ব্যবস্থা করা হোক। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
এ ব্যাপারে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আমি এ ঘটনাটা শোনার সাথে সাথে সেখানে ফোর্স পাঠিয়েছি। তদন্ত পূর্বক চোর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।