• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , দুপুর ১২:০৭
  • ২ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

দৌলতখানে নিজের জমিতে বেড়া দিতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় নারীসহ আহত-৬

রিপোর্টার : tbnbangla
দৌলতখানে নিজের জমিতে বেড়া দিতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় নারীসহ আহত-৬ ই-পেপার/প্রিন্ট ভিউ

ভোলা প্রতিনিধি।

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ১নং ওয়ার্ডে নিজেদের জমিতে বেড়া দিতে গিয়ে ভূমিদস্যূদের হামলায় ৬জন গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ভূক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, ওই এলাকার মৃত নুরুল ইসলাম উত্তর জয়নগর মৌজায় ক্রয় সূত্রে ১১শতাংশ জমির মালিক হলেও সে জীবিত থাকাকালিন স্থানীয় একদল সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ভয়ে সে জমি ভোগ করে যেতে পারেনি। পরবর্তিতে তার মৃত্যুর পর তার সন্তানেরা ওই জমিটি ন্যাজ্য ভাবে ভোগ দখল করার জন্য স্থানীয় গন্যমান্যদের সহযোগীতা চাইলেও কোন প্রকার সহযোগীতা পায়নি তারা। এমতাবস্থায় নুরুল ইসলামের সন্তানেরা কোন উপায় অন্ত না পেয়ে দৌলতখান থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেণ। কিন্তু এতেও কোন প্রকার সুফল মেলেনি তাদের ভাগ্যে।পরবর্তীতে নুরুল ইসামের সন্তানেরা অনেক কৌশল খাটিয়ে সে জমিতে একটি ঘর উত্তোলন করে। অন্যদিকে গত ২৩ ফেব্রুয়ারী ২০২৫ বিকেল ৪টার দিকে ওই জমিতে বাউন্ডারী বেড়া দিতে যায় নুরুল ইসলামের সন্তানেরা।

এসময় আওয়ামীলীগ সমর্থিত ক্যাডার ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদুস্যু চক্রের মূল হোতা আবদুস সালাম মিঝির ছেলে সোহাগ মিঝির নেতৃত্বে নোমান মিঝি, পিতা রফিকুল ইসলাম মিঝি, ইকবাল মিঝি, পিতা রফিকুল ইসলাম মিঝি, বাবু মিঝি পিতা ছালেম মিঝি, হৃদয় মিঝি পিতা, সোহাগ মিঝি, ছামি আহাম্মদ মিঝি, পিতা সোহাগ মিঝি, নুরুদা মিঝি, পিতা ইন্তু মিঝি ও মিজান, মাকসুদ, নজুসহ ১৫/২০জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে, নুুরুল ইসলামের ছেলে সিরাজ, ঝিলন, মোসলেউদ্দিন, ইয়ানুর বেগম, হালিমা ও আয়েশা বেগমের উপর বেপরোয়া হামলা চালিয়ে তাদেরকে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় সন্ত্রাসীরা মহিলাদের শ্লীলতাহানী ও তাদের পড়নে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। অন্যদিকে সন্ত্রাসীরা ঝিলনের পকেটে থাকা নগদ ১লাখ ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেণ ভূক্তভোগীরা। পরবর্তিতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেণ।

জানাগেছে, এদের মধ্যে সিরাজ, ঝিলন ও ইয়ানুরের অবস্থা অশঙ্কাজনক। এ ব্যপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তুক্ষেপ কামনা করেণ ভূক্তভোগীরা। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।


সারাবাংলা

আরও পড়ুন