• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , দুপুর ১২:১০
  • ২ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

ভোলায় ব‌্যবসায়ী‌দের ২ কো‌টি টাকা নি‌য়ে বিক্রয় প্রতি‌নি‌ধি লাপাত্তা

রিপোর্টার : tbnbangla
ভোলায় ব‌্যবসায়ী‌দের ২ কো‌টি  টাকা নি‌য়ে বিক্রয় প্রতি‌নি‌ধি লাপাত্তা ই-পেপার/প্রিন্ট ভিউ

ভোলা প্রতিনিধি।।

ভোলায় তিন ব‌্যবসায়ীর ১ কো‌টি ৮৫ লাখ টাকা নি‌য়ে kলাপাত্তা হ‌য়ে‌ছে টেরিটরি সেলস ম্যানেজার । আর ওই টাকা ফেরত পে‌তে ব‌্যবসায়ী‌দের আত্বনার্থ। ওই টেরিটরি সেলস ম্যানেজার  নাম এহসান কবির (২৯)। সে খুলনার রুপসার তিলক গ্রা‌মের মো. কবির শেখের ছে‌লে। সে রিয়েলমীর টেরিটরি সেলস ম্যানেজার হি‌সে‌বে ভোলা জেলায় কর্মরত ছি‌লেন।  

আজ বৃহস্প‌তিবার রা‌তে ভোলার শহ‌রের মহাজনপ‌ট্টি এলাকায় হো‌টেল গ্রান্ড হ‌লি‌ডেজে এক সংবাদ স‌ম্মেল‌নে এমন অ‌ভি‌যোগ ওই ব‌্যবসায়ীরা।

তিন ব‌্যবসায়ীর প‌ক্ষে লি‌খিত অ‌ভি‌যো‌গে ওবায়েদুর রহমান জানান, ভোলা জেলায় কর্মরত রিয়েলমীর টেরিটরি সেলস ম্যানেজার এহসান কবির।  তা‌কে আমরা তিন বছর ধ‌রে চি‌নি। এহসান কবির কৌশ‌লে ভোলার বিসমিল্লাহ টেক এর প্রোপাইটর ওবায়েদুর রহমান, বোরহানউদ্দিনের শায়লা মোবাইল প্রোভাইটার মো. শাহজাদা আখন্দ ও চরফ‌্যাশনে রাফিন টেলিকম এর প্রোপাইটার মো. মোসলেহ উদ্দিনসহ কয়েকজন ব্যবসায়ীকে রিয়েলমীর  বিভিন্ন মডেলের মোবাইল দি‌বে আশ্বাস দেন। এবং  তার ব্যাক্তিগতসহ ক‌য়েক‌টি একাউন্টে অগ্রীম প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা নেন। টাকা নেওয়ার পরপরই বিভিন্ন ভাবে কালখেপন করতে থাকে। এক পর্যায়ে  রিয়েলমীর মোবাইল ও টাকা না দিয়ে গত ৫ জুলাই বেলা ১১ টার পর তার ব্যবহারিত মোবাইল ফোন বন্ধ  করে দেয়।  এ অবস্থায় আমরা তার সাথে যোগাযোগ করতে পারছি না। আমাদের ব্যবসার সকল পূঁজি সে নিয়ে গেছে। এতে আমরা অসহায় হয়ে পড়েছি। তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়েছি। এই বিষ‌য়ে আমরা ভোলা মডেল থানায় এক‌টি অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

তি‌নি কান্না জ‌ড়িত ক‌ণ্ঠে আরো ব‌লেন, বি‌ভিন্ন  ব‌্যাংক থে‌কে ঋন নি‌য়ে তারা ব‌্যবসায়ীরা ব‌্যবসা প‌রিচালনা ক‌রেন। ওই টাকা  না পে‌লে তা‌দের রাস্তা নাম‌তে হ‌বে। এবং ব‌্যাং‌কের কি‌স্তির টাকা প‌রি‌শোধ কর‌তে না পার‌লে তা‌দের পা‌লি‌য়ে থাক‌তে হ‌বে। এঅবস্থায় আমরা আমা‌দের টাকা ফেরত চাই।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, মো. শাহজাদা আখন্দ ও মো. মোসলেহ উদ্দিনসহ কয়েকজন ব‌্যবসায়ীরা।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আবু সাহাদাৎ হাসনাইন পার‌ভেজ জানান, অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি। বিষয়‌টি তদন্ত চল‌ছে।


বাংলাদেশ

আরও পড়ুন