• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , দুপুর ১২:১১
  • ২ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

রুগীদের দূর্ভোগ চরমে খুড়িয়ে খুড়িয়ে চলছে ভোলা সদর হাসপাতাল

রিপোর্টার : tbnbangla
রুগীদের দূর্ভোগ চরমে খুড়িয়ে খুড়িয়ে চলছে ভোলা সদর হাসপাতাল ই-পেপার/প্রিন্ট ভিউ

লিয়া, বিশেষ প্রতিনিধি।।

বেহাল দশা ভোলা সদর হাসপাতালের। দীর্ঘ দিন যাবৎ ১০০ শয্যার জনবল দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে ভোলা সদরের ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। তার উপর আবার ডাক্তার-নার্স সংকটে মারাতœকভাবে ব্যহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা।

ভোলা সদর হাসপাতালটি ১০০ সজ্জা থেকে ২৫০ সজ্জায় উন্নিত হলেও উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে না দ্বীপ জেলা ভোলার মানুষ। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসা নিচ্ছে রুগীরা। রুগীদের অভিযোগ ডাক্তার ও নার্সদের সময় মতো পাচ্ছেন না তারা।

অন্যদিকে অভিযোগ চলমান, হাসপাতালে দায়িত্বেরত ডাক্তাররা হাসপাতালের ডিউটির সময় প্রাইভেট ক্লিনিকে রুগী দেখে কামাচ্ছে বার্তি টাকা। এজন্য ক্লিনিকের দালালরা অবস্থান নেয় হাসপাতালের কড়িডোরে। রুগী আসার সাথে সাথে তারা রুগীদের ফুসলিয়ে ক্লিনিকে থাকা ডাক্তারদের কাছে নিয়ে ধরিয়ে দেয় হাজার হাজার টাকার পরীক্ষার ব্যবস্থা পত্র। রুগীরা আরো অভিযোগ করে বলেন, ভর্তি হওয়া অধিকাংশ রোগীরা সিট না পেয়ে ফ্লোরে বিছানা করে চিকিৎসা নিতে হয় এবং রুগীদেরকে দেখার জন্য বার বার ডাকলেও ডাক্তার ও নার্সরা ফিরে তাকায় না। অন্যদিকে মূমর্ষ রোগীদেরকে হাসপাতালে আনার জন্য সরকারি এম্বুলেন্স খুজে পাওয়া যায় না। 

এসব অভিযোগের ভিত্তিতে কিছুদিন পূর্বে ভোলা সদর হাসপাতালে বৈষম্য বিরেধী ছাত্র আন্দোলন, ভোলার পক্ষ থেকে রোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষে হাসপাতাল পরিদর্শন করেণ তারা। এসময় তারা ১৫টি অনিয়মের অভিযোগ তুলে ভারপ্রাপ্ত তত্ত্বধায়কের কাছে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেণ।এ ব্যাপারে ভোলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ ইমতিয়াজ বেলাল জানান, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আমাকে একটি লিখিত কাগজ দিয়েছেন। আমি যত তারাতারি সম্ভব উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এ বিষয়গুলো পরিবর্তনে আনার চেষ্টা করবো।


সারাবাংলা

আরও পড়ুন