ই-পেপার/প্রিন্ট ভিউ
কামরুন নাহার শিলা, ভোলা।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বাংলাবাজার ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে এ প্রতিষ্ঠানের উদ্যোগে চলমান কার্যক্রম রয়েছে, তারুণ্য মেলা-২০২৫, পলিথিন ও প্লাষ্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত ও জুলাই বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা।
গত ৩০জানুয়ারী-২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দিনব্যাপি, বাংলাবাজার ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিপুল উৎসাহ ও উদ্দিপণার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাবাজার ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভোলা সদর) মোঃ রকিবুল হাসান, গবেষণা তথ্য ও প্রযুক্তি, ভোলা জেলা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী।
এসময় বক্তারা পিঠা উৎসবের প্রসংসাসহ তারুণ্য মেলা ও পরিবেশ সুরক্ষার জন্য পলিথিন ও প্লাষ্টিক বার্জনে শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় বিষয় যুক্তিসংগত উপদেশ প্রদান করেণ। অন্যদিকে শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের ইতিহাস, অবদান ও উদ্দেশ্যকে তুলে ধরে বক্তব্য রাখেন তারা।