ই-পেপার/প্রিন্ট ভিউ
ভোলা প্রতিনিধি।
ভোলার জেলা প্রশাসকে পক্ষ থেকে দলিত জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বিডিইআরএম জেলা কার্যালয়ের সামনে এ বিতারণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি, পৌর প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিডিইআরএম এর সভাপতি চন্দ্র মোহন, বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার দে।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সভাপতি রনজিত চন্দ্র বেপারী, সাধারণ সম্পাদক দিলিপ মাল সহ সকল ইউনিয়ন বিডিইআরএম সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসময় ডিডিএলজি মহোদয় ২৫০টি দলিত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। দলিত ও পরিচ্ছন্নতাকর্মীদের সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন।