ই-পেপার/প্রিন্ট ভিউ
ভোলা প্রতিনিধি।
ভোলার চরফ্যাশনের চর কলমী ইউনিয়নের চর মঙ্গল গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গরুতর আহত শাকিল ও ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গুলিবিদ্ধ আবদুর রহিমকে দেখতে যান এবং উন্নত চিকিৎসার জন্য সহযোগীতার আশ্বাস দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)র বর্তমান চেয়ারম্যান, ও শাহবাজপুর সমাজ কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)এর আজীবন সদস্য, শাহবাজপুর গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ও ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরা) সংসদ সদস্য পদ প্রার্থী প্রকৌশলী মোঃ আবু তৈয়ব আনসারী। তার সাথে উপস্থিত ছেলেন, চরফ্যাশন আইনজীবি সমিতির জয়েন্ট সেক্রেটারী ও কলমী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. হারুন-আর-রশীদ ফরাজী।
এক স্বাক্ষাতকারে বিডিপির চেয়ারম্যান আবু তৈয়ব জানান, আওয়ামী পেশীবাদ সরকারকে পদত্যাগ করাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা জীবনের ঝুকি নিয়ে সংগ্রম করেছে। তাদের এ ত্যাগ বৃথা যেতে পারে না।এ আন্দোলনে যারা বর্তমানে গুরুতর আহত হয়ে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মানবেতর জীবন কাটাচ্ছে তাদের খোজ খবব নেয়া ও তাদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সমাজের বিত্তবান ও মানবতা প্রেমী লোকদের এগিয়ে আসা উচিৎ।
তিনি আরো বলেন, আমি আমার দল ও সমাজ কল্যান সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন যায়গা ঘুরে আহতদের উন্নত চিকিৎসা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি।কারণ আন্দোলনে শহিদ ও আহতদের রক্তের বিনিময়ে প্রায় ১৭ বছর পর আমারা এ স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে চলা ফেরা করতেছি। তাদের এ আত্মত্যাগ কোন বিবেকবান দেশ প্রেমী মানুষের ভূলে যাওয়া উচিৎ নয় ।