• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , দুপুর ১২:১০
  • ২ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চরফ্যাশনের শাকিলের মানবেতর জীবন

রিপোর্টার : tbnbangla
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চরফ্যাশনের শাকিলের মানবেতর জীবন ই-পেপার/প্রিন্ট ভিউ

শওকত সুজন, চরফ্যাশন।। 

নাম তার সাকিল, সে ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের, দক্ষিণ চর মঙ্গল গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। সাকিল ছোট থাকতেই তার বাবা মারা যান। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। তার ইচ্ছে ছিলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করবে। কিন্তু সন্ত্রাসীদের হামলায় অল্প বয়সে পা হাড়িয়ে চুর্ণ বিচুর্ণ হয়ে যায় তার সকর স্বপ্ন।

বাবা হারা সংসারে বৃদ্ধ মা ও ভাই বোনদের নিয়ে প্রতি দিন অভাবের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পরেছিলো অল্প বয়স্ক শিক্ষার্থী শাকিল। এবার সে সিদ্ধান্ত নিলো রাজধানী ঢাকাতে গিয়ে চাকুরির পাশাপাশি পাড়ালেখা করবে। যেমন চিন্তা তেমন কাজ। অভাবের কড়াল গ্রাস থেকে মুক্তি পেতে রাজধানী ঢাকাতে পাড়ি জামায় শাকিল। যে মুহুর্তে সরকার হটাতে ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিলো ঢাকার রাজপথ।

দিনটি ছিলো ৫ আগষ্ট ২০২৪সেদিন সাকিল তার এক বড় ভাইর সাথে গণ ভাবনের দৃশ্যটা একনজর দেখার জন্য বাসা থেকে বের হয়। কিন্তু কে জানতো তার কপালে লেখা ছিলো এত বড় দূর্ভোগ। বিকেল ৫টার দিকে শাকিল অন্যন্যদের সাথে পায়ে হেটে গোলশান এলাকায় পৌছলে ছাত্রলীগের একদল সন্ত্রাসীরা ঝাপিয়ে পরে তার উপর। এসময় সন্ত্রাসীরা লোহার রড ও লাঠি দিয়ে শাকিলকে এলোপাথারি মারতে থকে। এতে শাকিলের ডান পাটি ভেঙ্গে চুর্ণ বিচুর্ণ হয়ে যায়। তার সাথে চূর্ণ বিচুর্ণ হয়ে যায় শাকিলের সেনাবাহিনীতে চাকুরি করার স্বপ্ন।

পরবর্তিতে সে ঢাকার হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসা নিলেও এখন পর্যন্ত অর্থের অভাবে তার ভাঙ্গা পাটি আপারেশন করাতে পারেনি। বর্তমানে শাকিল ভাঙ্গা পা নিয়ে বাড়িতে অভাব অনটনের মধ্য দিয়ে মানবেতর জীনব কাটাচ্ছে। ডাক্তার বলেছে ব্যায় বহুল অপারেশনের মাধ্যমে তার ভাঙ্গা পাটি জোড়া দেয়া সম্ভব। তবে আরো দেরি হলে, ভাঙ্গা পাটিতে পচন ধরে ক্যানসারের রুপ ধারণ করতে পারে। তাই হতদরিদ্র ও অসহায় ছাত্র শাকিলের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান ওই এলাকার সচেতন মহল।


বাংলাদেশ

আরও পড়ুন