ই-পেপার/প্রিন্ট ভিউ
জসিম উদ্দিন, চরফ্যাশন।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন,বিগত ষোলটি বছর স্বৈরশাসক বিএনপির উপর নিষ্ঠুরভাবে জুলুম-নির্যাতন চালানোর পরও দলের কেউ দেশছেড়ে পালায়নি। তিনি বলেন,যৌক্তিক সংস্কারের পর খুব শিঘ্রই দেশে নির্বাচন হবে। বিগতদিনগুলোতে আ'লীগ সাধারণ মানুষের উপর যেভাবে অবিচার অত্যাচার চালিয়েছিলো ক্ষমতায় গেলে বিএনপি কখনো তা করবেনা। নয়ন বলেন,স্বৈরশাসক জমানায়,বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায়নি। আদালত ছিলো,বিচারক ছিলো কিন্তু ন্যায় বিচার ছিলনা। বিভিন্ন বাহিনী গঠন করা হলেও তারা জনগনের প্রতিপক্ষ হিসেবে কাজ করেছে।
তিনি আরো বলেন,তারেক রহমান বিগত দিনগুলোতে যে সংস্কারের কথা বলেছেন,আপনারা এখন সেই সংস্কারের কথাই বলছেন। আপনাদের সংস্কার প্রস্তাবে কোনো নতুনত্ব নেই। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়ন বলেন,দল ক্ষমতায় গেলে আপনারা কখনো কারো উপর প্রতিশোধ নিবেননা। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দিবেন। কেউ আইন নিজের হাতে তুলে নিবেননা। তিনি বলেন,অন্যায় করলে আমার কোনো আত্মীয়স্বজনকেও ছাড় দেয়া হবেনা। বিগত জুলাই-আগস্ট বিপ্লবে চরফ্যাশন ও দেশের প্রত্যন্তঞ্চলের শহীদদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের রুহের মাগফিরাত কামনায় করেন। আহতেদের পার্শ্বে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।
আজ সোমবার (২৭ জানুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় ভোলার চরফ্যাশন উপজেলা সদরে যুবদল আয়োজিত বিশাল গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য্য রাখছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলালউদ্দিন টিপুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভসপতি রাসেল মাহমুদ,কেন্দ্রীয় সহ শিল্পবিষয়ক সম্পদক ইব্রাহীম ভূইয়া সাগর,জেলা বিএনপির সদস্যসচীব রাইসূল আলম,যুগ্ম আহব্বায়ক আব্দুর রব মিয়া ও সফিউর রহমান কিরন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম কায়েদ,কবির হোসেম,আব্দুল কাদের সেলিম,জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল বলম লিটন,জেলা যুবদল আহব্বায়ক জামাল উদ্দিন লিটন,জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি মো: ফেরদৌস,চরফ্যাশন যুবদল নেতা কাজী মঞ্জুর,যুবদল নেতা কামাল গোলদার প্রমূখ।
বিকেলের এ জনসভাটি লক্ষাধিক মানুষের সমাগমে যেনো কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমূদ্রে রুপ নেয়।