• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , দুপুর ১২:১০
  • ২ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

দৌলতখানে রেমিট্যান্স যোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার : tbnbangla
দৌলতখানে রেমিট্যান্স যোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

ভোলা প্রতিনিধি।।

মধ্যপ্রাচ্যের দেশ দুবাই থেকে ফিরে এসে " আল বালক কার ওয়াশিং " কোম্পানির নামে মিথ্যা অপপ্রচার এবং দোষীদের শাস্তির দাবিতে ভোলার দৌলতখান উপজেলায় মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং স্মারক লিপি প্রদান করা হয়েছে।  আজ দুপুরে দৌলতখান উপজেলায় এসব কর্মসূচি পালন করেছেন আল বালাক কার ওয়াশিং কোম্পানির মালিক নাজিম উদ্দীন এর ভাই মোঃ সোহেল। 

সোহেল জানান, তার ভাই নাজিম, সোহেল এবং নুরুলদীন মিলে দুবাইতে আল বালক কার ওয়াশিং মামে একটি কোম্পানি চালু করেছেন। ওই কোম্পানিতে ভোলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে সাত আট শত কর্মী নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে। 

এরই ধারাবাহিকতায় দৌলতখান উপজেলার চরশুভি গ্রামে তাদরে প্রতিবেশী শামিম, রুবেল, নিজাম এবং ইকবাল নামের চার ব্যক্তিকে আল বালক কার ওয়াশিং কোম্পানির কাজের জন্য দুবাই নেওয়া হয়। সেখানে তারা নিয়মিত কাজ করতো না। সেই দেশের আইন শৃঙ্খলা মানত না। এজন্য পুলিশের হাতে ধরা খেয়েছে। আবার কেউ পালিয়ে দেশে চলে এসেছে। 

এখন ওই গ্রুপটি দেশে এসে নিজেদের দোষ আড়াল করার জন্য কোম্পানির মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। 

এসব মিথ্যা অপপ্রচার রোধ এবং প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন কোম্পানির পক্ষে তার ভাই মোঃ সোহেল। 

একই দাবিতে আল বালাক কার ওয়াশিং কোম্পানির মাধ্যমে দুবাই প্রবাসী এবং তাদের স্বজনরা মানববন্ধন করেছেন।


বাংলাদেশ

আরও পড়ুন