• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , দুপুর ১২:০৮
  • ২ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

চরফ্যাশনে যৌতুকের দায়ে স্ত্রীকে নির্যাতন আদালতে মামলা

রিপোর্টার : tbnbangla
চরফ্যাশনে যৌতুকের দায়ে স্ত্রীকে নির্যাতন  আদালতে মামলা ই-পেপার/প্রিন্ট ভিউ

ভোলা প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে যৌতুকের দায়ে স্ত্রী'র উপর নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী। এ ব্যাপারে ভোলা নারী শিশু আদালতে একটি মামলা দায়ের করেছেন, ভূক্তভোগী স্ত্রী রিয়ামনি।

ভূক্তভোগীর অভিযোগ ও আদালতের মামলা সূত্রে জানাগেছে, ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত নুরনবী ভূইয়ার ছেলে মোঃ রাকিব ভূইয়ার সাথে প্রায় ২ বছর পূর্বে একই ইউনিয়নের আলী আক্কাছের মেয়ে রিয়া মনির সাথে বিয়ে হয়। বিয়ের সময় জামাই রাকিবের চাহিদা অনুযায়ী মেয়ের সুখের জন্য রিয়ামনির বাবা নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লক্ষাধিক টাকা যৌতুক প্রদান করেণ। কিন্তু এতেও স্ত্রী রিয়া মনির শান্তি মেলেনি যৌতুক লোভি স্বামী রাকিবের সংসারে। বর্তমানে সে ফের রিয়ামনির দিনমজুর বাবার কাছে ২লক্ষ টাকা যৌতুক দাবী করে। এবার রিয়ামনির বাবা এ টাকা দিতে ব্যর্থ হলে, রিয়া মনির উপর নেমে আসে নানা রকম  জুলুম, অত্যাচার।

এ যৌতুকের টাকাকে কেন্দ্র করে প্রায়ই রিয়া মনিকে মারধর করতো স্বামী রাকিব ভূইয়া। সর্বশেষ গত ৯/৫/২৫ ইং তারিখ বিকেলে রাকিব, জামাল হাওলাদার ও তার স্ত্রী রুমা বেগমের সাথে যৌতুকের টাকা নিয়ে রিয়ামনির বাক বিতন্ড হয়। এর রেশ ধরে তারা তিনজন রিয়ামনির উপর অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে ঘরের ঘুটির সাথে বেধে রাখে। পরে রিয়ামনির পরিবার খবর পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে রিয়ামনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এ ব্যপারে রিয়ামনির পরিবার স্থানীয় গন্যমান্যদের একাধিকবার অবগত করলেও কোন প্রকার সুফল মেলেনি তাদের ভাগ্যে। পরে কোন উপায়-অন্ত না পেয়ে রিয়ামনি বাদী হয়ে ভোলা নারী শিশু আদালতে একটি মামলা দায়ের করেন। মহামান্য আদালত এ মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য চরফ্যাশন উপজেলার আনসার এ্যাডজুট্যান্টকে নির্দেশ প্রদান করেণ।

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ, ভূক্তভোগী রিয়ামনি ও তার পরিবার।


বাংলাদেশ

আরও পড়ুন