প্রকাশিত : রবিবার , ১৩ জুলাই ২০২৫ , রাত ১০:০৫।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , দুপুর ০১:৪৪

ভোলায় নদী বন্দরের সহকারী পরিচালক রিয়াদ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ


 জসিম রানা, ভোলা।।  নদী বন্দর কর্মকর্তা সহকারী পরিচালক রিয়াদ হোসেনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছেআজ রবিবার বেলা ১১ টার দিকে জেলা স্পিডবোট মালিক ও বোট চালক সমিতির আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এ সময় স্পিডবোট মালিক ও বোট চালকরা অভিযোগ করে বলেন,প্রতি মাসে স্পিডবোট থেকে টাইম টেবিলের নামে বন্দরে সহকারী পরিচালক ১২ শত  টাকা করে নেন। কিন্তু  সরকারি কোন রশিদ দেয় না। এই টাকা সরকারি কোষাগারে জমা হয়না।টাকা দিতে ভুল হলে মামলার হুমকি দিয়ে টাকা নেয়। তারা, আরো বলেন, সরকারি বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা করি। কিন্তু রশিদ ছাড়া যেই টাকা নেয়া হয়েছে তা ফিরত চাই। এসময় তারা হয়রানির বন্ধে প্রতিকারের জন্য দাবি জানান। অন্যথায় তাদের ব্যবসা বন্ধ করে দেয়া হবে বলে উল্লেখ করেন।তবে ভোলা  নদী বন্দর কর্মকর্তা সহকারী পরিচালক  রিয়াদ হোসেন বলেন, তাদের অভিযোগের কোন সত্যতা নেই।  রশিদ নিতে কোন নিষেধ নেই। এদের পিছনে ইন্ধন দাতা অন্য কেউ। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এসব বলছে।