প্রকাশিত : শনিবার , ৫ জুলাই ২০২৫ , রাত ১০:৫৮।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , দুপুর ০১:৪৩

ভোলার চরফ্যাশনে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


ভোলা প্রতিনিধি।। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার বিকেলে চরফ্যাশন মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, সহ-সভাপতি নুর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মন্নানসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের নেতা ও কর্মী বৃন্দ।চরফ্যাশন পৌরসভা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্নার সৌজন্যে, বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নুরুল ইসলাম নয়নের হাতকে আরো শক্তিশালী করার জন্য চরফ্যাশন পৌর শ্রমিক দল নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তারা আরো বলেন, বিএনপির বদনাম হবে এমন কোন কাজে আমরা জরিত থাকবো না। কারো বিরুদ্ধে কোন প্রকার অপ-কর্মের অভিযোগ পাওয়া গেলে তাকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। আগামী সংসদ নির্বাচনে নয়ন ভাইকে বিজয়ী করার লক্ষে আমরা সকল অপ শক্তিকে প্রতিহত করে ভোটের ময়দানকে প্রসারিত করবো।